Sunday, May 28, 2023
বাড়িরাজ্যনিশ্চিন্তপুর পরিদর্শনে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী

নিশ্চিন্তপুর পরিদর্শনে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ এপ্রিল : মঙ্গলবার আখাউড়া আগরতলা রেল লিঙ্ক প্রকল্পের কাজ সরে জমিনে খতিয়ে দেখার জন্য প্রথমে বাধারঘাট রেলস্টেশন পরিদর্শন যান কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষান রেড্ডি। সেখানে তিনি প্রকল্পের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিভিন্ন বিষয়ে অবহিত হন। পরবর্তী সময় কেন্দ্রীয় মন্ত্রী নিশ্চিন্তপুর রেল স্টেশন নির্মাণের কাজ পরিদর্শনে যান। কাজের অগ্রগতি ডেকে সন্তুষ্ট হন।

পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন নিশ্চিন্তপুর রেল স্টেশনটি মাধ্যমে দুই দেশের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে, তখন দুই দেশের সম্পর্ক সুদৃঢ় হবে। এবং উত্তর পূর্বাঞ্চলের মানুষের লাভ হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থার কর্মীদের সাথেও আলোচনা হয়েছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। তিনি আরো বলেন দুই দেশের মধ্যে রেল পরিষেবা গড়ে উঠলে কৃষি, কর্মসংস্থান সহ সার্বিক ক্ষেত্রেই দুই দেশের জন্য উন্নয়ন হবে। চলতি বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এর শুভ উদ্বোধন করবেন বলে আশা ব্যক্ত করুন কেন্দ্রীয় মন্ত্রী। তবে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন দু’বছর বর্ষা এবং কোভিডের কারণে সঠিক সময়ের মধ্যে কাজ সম্পন্ন হয়নি। কিন্তু আগামী জুন মাসের মধ্যে কাজটি সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা মিনা রানী সরকার সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য