স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ এপ্রিল : খেরের মধ্যে আগুন লাগিয়ে দিল দুর্বৃত্তরা। ঘটনা গন্ডাছড়া নারায়নপুর চৌমুহনির হেমন্ত দাসের বাড়িতে। জানা যায় হেমন্ত দাস সোমবার সকালবেলা ঘুম থেকে উঠে এই অগ্নিকান্ডের দৃশ্য দেখতে পায়। সাথে সাথে দমকল কর্মীদের খবর দেওয়া হয়।
দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত হেমন্তের অভিযোগ এখন পর্যন্ত তিনবার নাশকতামূলক অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে থানায় মামলাও করা হয়েছে। কিন্তু পুলিশ কাউকেই গ্রেফতার করছে না। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।