Friday, April 19, 2024
বাড়িরাজ্যউত্তর-পূর্ব সিকিউরিটি এডুকেশন এবং গ্লোবাল এমপ্লয়েবিলিটি সমাবর্তন সোমবার

উত্তর-পূর্ব সিকিউরিটি এডুকেশন এবং গ্লোবাল এমপ্লয়েবিলিটি সমাবর্তন সোমবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ এপ্রিল : ১০ এপ্রিল আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে উত্তর-পূর্ব সিকিউরিটি এডুকেশন এবং গ্লোবাল এমপ্লয়েবিলিটি সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রাইভেট সিকিউরিটি ইন্ডাস্ট্রি এর সেন্ট্রাল অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের উদ্যোক্তা।

 এই সমাবর্তন অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যে সিকিউরিটির কৌশলগত প্রশিক্ষণের মধ্য দিয়ে উন্নয়ন এবং উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্যগুলোতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। রবিবার এক সাংবাদিক সম্মেলনে সেন্ট্রাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কুমার বিক্রম সিং এই সংবাদ জানিয়েছেন। এই সমাবর্তন অনুষ্ঠানে কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রকের মন্ত্রী কিষান রেড্ডিসহ কেন্দ্রীয় বিভিন্ন  মন্ত্রণালয়ের মন্ত্রীরা ও নিজেদের বক্তব্য তুলে ধরবেন। এই তালিকায় রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে জি – ২০ এর প্রকল্পকে সমর্থন করেছে সিকিউরিটি সংস্থাগুলো। এরই অঙ্গ হিসেবে সাধারণ মানুষকে সুরক্ষিত করতে তাদের এই আয়োজন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য