স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ এপ্রিল : রাজধানীর লঙ্কামুড়া দাদুর বাড়িতে বেড়াতে এসে পুকুরের জলের মধ্যে ডুবে মর্মান্তিক মৃত্যু হয় জয় দেবনাথ নামে সাড়ে তিন বছরের এক শিশুর। মৃত শিশুর দাদু জানান রবিবার সকালে তার মেয়ে সাড়ে তিন বছরের শিশু পুত্রকে নিয়ে আসে। সন্ধ্যার সময় বাড়ির লোকজনদের আড়ালে খেলার ছলে রো পাশের বাড়ির একটি পুকুরের মধ্যে পড়ে যায়।
দীর্ঘ সময় অতিক্রম হওয়ার পর শিশুটির মা ছেলেকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে শুরু করে। অবশেষে সন্ধ্যা বেলায় পুকুরের মধ্যে ছেলের মৃত দেহ ভেসে উঠে। কান্নায় ভেঙে পড়ে পুত্র হারা মা। আশেপাশের লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে আই জি এম হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসক জয় দেবনাথকে মৃত বলে ঘোষণা করেন। পরে তার মৃত দেহটি জিবি হাসপাতালের মর্গে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায়। সোমবার জয় দেবনাথের মৃত দেহটি ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
একমাত্র ছেলেকে হারিয়ে হাসপাতালে কান্নায় ভেঙে পড়ে মা বাবা সহ আত্মীয় পরিজন। এদিকে খোয়াই থানার অন্তর্গত জলাই তুইসা রবিচরণ পাড়ায় জলাশয় থেকে এক বৃদ্ধ মহিলার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার বিবরণে জানা যায়, জলাই তুইসা এলাকায় রবিচরণ পাড়া এলাকায় একটি জলাশয়ের অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ দেখতে পায় গ্রামবাসী। সাথে সাথে খবর দেয় বাইজাল পুলিশ ফাঁড়িতে। অর্ধনগ্ন অবস্থায় মৃতদেহ জল থেকে উদ্ধার করে। স্থানীয়রা বৃদ্ধ মহিলাকে সনাক্ত করতে পারে নি। তদন্তে শুরু করেছে পুলিশ। দুটি ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।