স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ এপ্রিল : শনিবার রাতে খয়েরপুর এলাকায় ভয়াবহ যান দুর্ঘটনায় গুরুতর আহত হন চারজন। জানা যায়, জিবি হাসপাতালে ব্রজেশ দেববর্মার নামে এক ব্যক্তির বোন জামাইকে দেখতে যায় চার বন্ধু।
পরে জিবি হাসপাতাল থেকে গাড়ি নিয়ে জিরানিয়া এলাকায় বাড়ি ফেরার পথে খয়েরপুর এলাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। গুরুতর আহত হন ব্রজেশ দেববর্মা সহ তিন বন্ধু। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দমকল কর্মীদের খবর দেয়। দমকলের কর্মীরা রক্তাক্ত অবস্থায় চারজনকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসা চলাকালীন অবস্থায় হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে ব্রজেশ দেববর্মা। রবিবার তার মৃতদেহটি ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়।বাকি তিন যুবক হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবার পরিজনদের মধ্যে।