স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ এপ্রিল : নিখোঁজ উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠের এক নবম শ্রেণীর ছাত্র। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার বিকালে রাধা কিশোর পুর থানাধীন পিত্রা ফাঁড়ির অন্তর্গত পিত্রা পাল এলাকার বাসিন্দার অরুণ সরকারের ছেলে চয়ন সরকার পড়াশোনা বিষয়ে পরিবারের লোকজনদের সাথে অভিমানে বাড়ি থেকে বের হয়ে যায়।
রাতে বাড়ি ফিরেনি চয়ন। বন্ধু ও আত্মীয় পরিজনদের কাছ থেকে তার পরিবারের লোকজনেরা খোঁজখবর নিয়ে জানতে পারে তাদের বাড়িঘরে যায়নি সে। দিশেহারা মা বাবা রাতের বেলা স্থানীয় থানায় একটি নিখোঁজ মামলা দায়ের করেন। ছেলের অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যাওয়া কান্নায় ভেঙে পড়েছে মা বাবা।