স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ এপ্রিল : রবিবার আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক ও এগিয়ে চলো সংঘের যৌথ সহযোগিতায় মেলারমাঠস্থিত এগিয়ে চলো সংঘের মাঠে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়।
এদিন সকাল দশটায় প্রতিযোগিতার উদ্বোধন করেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিশুদের জন্য ছিল স্পন রেস্, শাটল রান, টার্গেট দ্যা বল, স্পট কিক ইত্যাদি। ক্লাস সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত ছেলে মেয়েদের জন্য ছিল স্কিপিং, স্ক্রন রেস্, হিট দ্যা স্ট্যাম্প ইত্যাদি। বড়দের জন্য ছিল মিউজিকেল চেয়ার, ট্যাগ অফ ওয়ার, টিপ্ পড়ানি, পাতিল ভাঙ্গা, মিউজিকেল বল ইত্যাদি খেলা। খেলার পর পুরস্কার বিতরণ করা।