স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ এপ্রিল : দীর্ঘ কয়েক বছর ধরে যতনবাড়ি আই টি আই সংলগ্ন এলাকায় পানীয় জলের তীব্র সংকট চলছে। প্রতিবাদে রবিবার সকালে যতনবাড়ি আই টি আই এলাকায় পথ অবরোধে সামিল হয় প্রমিলা বাহিনী। ঘটনার বিবরণে জানা যায় বিগত কয়েক বছর ধরে আই টি আই এলাকার মানুষ পানীয় জলের অভাবে ভুগছে।
১৬ থেকে ১৭ পরিবারের বসবাস এলাকায়। ছড়ার জল ব্যবহার করতে হচ্ছে, নাহলে দোকান থেকে খাওয়ার জন্য পানীয় জল ক্রয় করতে হচ্ছে। অপরদিকে যতনবাড়ি বিভিন্ন এলাকায় পানীয় জল মিলছে না বলে অভিযোগ কান পাতলে শোনা যায়। তাদের অভিযোগ, ওয়াটার প্লেন্টের দপ্তরে বহুবার জানানো হলেও সমস্যার সমাধান হয়নি। যার ফলে এলাকার ক্ষুদ্ধ জনগণ এদিন সকালে বাধ্য হয়ে রাস্তার উপর গাছ ফেলে পথ অবরোধে শামিল হয়। অবরোধের ফলে রাস্তার দুপাশে আটকে পড়ে বহু যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি। রাস্তা অবরোধের খবর পেয়ে যতন বাড়ি ফাড়ির পুলিশ সহ পূর্ত দফতরের আধিকারিক ঘটনাস্থলে পৌঁছায়। কথা বলেন অবরোধকারীদের সাথে। আশ্বস্ত করা হয় অবিলম্বে পানীয় জলে সমস্যা সমাধান করা হবে। তারপর অবরোধ প্রত্যাহার করে প্রামীলা বাহিনী। কিন্তু বিক্ষোভকারীরা এদিন জানিয়ে দেন যদি দ্রুত সমস্যার সমাধান করা না হয় তাহলে তারা পুনরায় অবরোধে নামবে।