Friday, April 19, 2024
বাড়িরাজ্যআন্তর্জাতিক নারী দিবস -২০২৩ সম্মাননা অনুষ্ঠান উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস -২০২৩ সম্মাননা অনুষ্ঠান উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ মার্চ : আবগারি দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আন্তর্জাতিক নারী দিবস -২০২৩ সম্মাননা অনুষ্ঠান উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত স্বাস্থ্য দপ্তরের আধিকারিক রাধা দেববর্মা জানান এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো নারীদের কৃতিত্ব প্রতি সম্মান জানানো। তিনি জানান ত্রিপুরা এখনো বাল্য বিবাহ দিকে দ্বিতীয় স্থানে রয়েছে। যা অত্যন্ত উদ্বেগ জনক বিষয়। কিন্তু নারীরা আজ অনেক দূর এগিয়ে গেছে।

প্রশাসনিক এবং রাজনৈতিক শীর্ষস্থানেও নারীরা তাদের স্থান করে নিয়েছে। তারপরেও যদি বাল্য বিবাহ বন্ধ করা না যায় তাহলে আগামী দিনে সকলকেই সমস্যায় পড়তে হবে। সকলকে এ বিষয়ে সচেতন হয়ে এ ধরনের বাল্য বিবাহ বন্ধ করতে জনসচেতনতামূলক কর্মসূচি করতে অগ্রণী ভূমিকা নিতে হবে। তাহলে আগামী দিনে ত্রিপুরা অর্থনৈতিক ও সামাজিক উভয় দিকে আরো বেশি এগিয়ে যাবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। এদিন অনুষ্ঠানের শেষে সফল নারীদের সম্মান জানানো হয়। অনুষ্ঠানে আবগারি দপ্তরের আধিকারিক এবং মহিলা কলেজের অধ্যক্ষা মনিদীপা দেববর্মা উপস্থিত ছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য