স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩১ মার্চ: পাকিস্তানের ভেতরে হামলা চালানো জঙ্গিরা আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ছেড়ে যাওয়া অস্ত্র হাতে পেয়েছে বলে সেখানকার পরিস্থিতি সংক্রান্ত সর্বশেষ এক প্রতিবেদনে দাবি করেছে মার্কিন মদতপুষ্ট একটি সম্প্রচারমাধ্যম।যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া ওই বিপুল অস্ত্রশস্ত্র নিষিদ্ধঘোষিত তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) ও বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সামরিক সক্ষমতা বাড়িয়েছে, প্রতিবেদনে বলেছে রেডিও ফ্রি ইউরোপ।“এই অস্ত্রশস্ত্রের প্রবাহ গত দুই বছর ধরে পাকিস্তানে সহিংসতা বাড়িয়েছে,” তাদের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে বলে জানিয়েছে ডন।২০২১ সালে আফগানিস্তান ত্যাগ করার সময় যুক্তরাষ্ট্র আগ্নেয়াস্ত্র, যোগাযোগে ব্যবহৃত যন্ত্রপাতি, এমনকী সাঁজোয়া যানসহ প্রায় ৭০০ কোটি ডলার সমমূল্যের সামরিক সরঞ্জাম ও অস্ত্র ছেড়ে যায়।যুক্তরাষ্ট্রের লোকবল প্রত্যাহারের ওই বিশৃঙ্খল সময়ে আফগানিস্তানের ক্ষমতা নেওয়া তালেবান সেসব অস্ত্রশস্ত্রের দখল নেয়।তালেবান ক্ষমতায় আসার পর মার্কিন ওই অস্ত্রশস্ত্র ও সরঞ্জামের কিছু অংশ পাকিস্তান সরকারের বিরুদ্ধে লড়াই করা সশস্ত্র বাহিনীকে ব্যবহার করতে দেখা গেছে, বলা হয়েছে রেডিও ফ্রি ইউরোপের প্রতিবেদনে।নিষিদ্ধ গোষ্ঠীগুলোর হাতে সংবেদনশীল যুদ্ধাস্ত্র যাওয়ার ‘মারাত্মক’ প্রভাব রয়েছে, বিশেষ করে পাকিস্তানের তুলনামূলক কম অস্ত্রে সজ্জিত পুলিশ বাহিনীর ওপর, বলেছেন টিটিপির ওপর নজর রাখা সুইডেনভিত্তিক গবেষক আবদুল সাঈদ।
আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্র ‘নিষিদ্ধ সংগঠন টিটিপি ও বালুচদের হাতে’

সম্পরকিত প্রবন্ধ