স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ মার্চ : থানায় পুলিশ বাবুরা সাংবাদিক সম্মেলন করে চোর ধরার বাহাবা কুড়ালেও স্মার্ট সিটিতে অব্যাহত রয়েছে চুরির ঘটনা। পুলিশকে চ্যালেঞ্জ করে বুধবার রাতে রামনগর এক নং রোড স্থিত রবীন্দ্র রেসিডেন্স ফ্ল্যাটে চোরের দল হানা দেয়। ফ্ল্যাট থেকে তিনটি দামি বাইক চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার বিষয়টি নজরে আসে সকলের। খবর পেয়ে ছুটে যায় পুলিশ। আবাসনের বাসিন্দা জানান ফ্ল্যাটের তালা ভেঙ্গে এই বাইক গুলি চুরি যায়। তবে এই ক্ষেত্রে আবাসনের দায়িত্বে থাকা বেসরকারি নিরাপত্তারক্ষীরা স্পষ্ট করে কিছুই জানাতে পারেনি।
তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আবাসনের বাসিন্দারা। পুলিশ তদন্তে নেমে প্রাথমিকভাবে জিজ্ঞাসার জন্য ফ্ল্যাটে থাকা চারজন সিকিউরিটি গার্ডকে থানায় নিয়ে যায়। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভির ফুটেজ। রামনগর ১ নং রোড এলাকা থেকে একই রাতে তিনটি বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কিন্তু এদিনের ঘটনায় আবারো পুলিশকে প্রশ্নের মুখে ফেলেছে। সাংবাদিক সম্মেলন করে পুলিশ বাবুরা দাবি করেছেন শহরে চোর চক্রের মূল পান্ডা সহ গোটা টিমকেই জালে তুলতে সক্ষম হয়েছে বলে মনে করছে। তারপরেও যে লাগাতার চুরির ঘটনা সংগঠিত হচ্ছে এর পেছনে তাহলে কারা জড়িত। সুতরাং চোর চক্রের মূল পান্ডা গ্রেপ্তার হয়েছে কিনা সেটা এখনো সংশয় রয়েছে সাধারণ মানুষের কাছে।