স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ মার্চ : মঙ্গলবার আগরতলা পুর নিগমে ডেপুটেশন প্রদান করে আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটি। এদিন জনস্বার্থ সম্পর্কিত নয় দফা দাবি নিয়ে এক প্রতিনিধি দল গিয়ে মেয়রের হাতে তাদের দাবী সনদ তুলে দেন।
দাবী গুলির মধ্য রয়েছে মশার নিধনে অবিলম্বে স্প্রে সহ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ, চলতি বছরের মধ্যে প্রতিটি বাড়িতে পানীয় জলের ব্যবস্থা করা, চুরি- ছিনতাইয়ের মত ঘটনা রোধে গুরুত্ব পূর্ণ এলাকা গুলিতে অধিক মাত্রায় সিসিটিভি বসানো এবং পুলিশি প্রহড়া বৃদ্ধি করা, নেশা জাতীয় সামগ্রী বিক্রি বন্ধে মানুষকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া । এই দাবীর বিষয়ে জানান আমরা বাঙালির পশ্চিম জেলার সচিব অশোক কুমার দাস।