স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ মার্চ : রবিবার আগরতলার নজরুল কলা ক্ষেত্রের প্রেক্ষাগৃহে ৯ বনমালীপুর মন্ডলের উদ্যোগে এক কার্যকর্তা সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির ত্রিপুরা প্রদেশের সভাপতি রাজিব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস সহ আরো অনেকেই।
এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের প্রবীণ নাগরিকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য জানিয়েছেন, ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে জয়ী হবার পর ভারতীয় জনতা পার্টি প্রত্যেক কার্যকর্তাকে সম্মাননা জ্ঞাপন করার উদ্যোগ নিয়েছে। এরই অঙ্গ হিসেবে রবিবারের এই আয়োজন। ২৪ লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীকে জয়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার দেওয়াটাই হচ্ছে এবারের লক্ষ্য। আর এই লক্ষ্য পূরণের জন্য কার্যকর্তারা খুব শীঘ্রই ঝাঁপিয়ে পড়বেন।