স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ মার্চ : মঙ্গলবার সচিবালয়ে কাজ করার সময় আচমকাই অসুস্থতা বোধ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মন্ত্রীকে। বর্তমানে তিনি আগরতলা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে হাসপাতাল ছুটে যান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। চিকিৎসকদের কাছ থেকে মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। মন্ত্রীর শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন কর্তব্যরত চিকিৎসক। খবর লেখা পর্যন্ত জানা গেছে বর্তমানে মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী।