Thursday, March 28, 2024
বাড়িরাজ্যমাতাবাড়িতে ২৮ কোপে বলি হলো মানদ করা পাঠা, অনাচার বললেন পুরহিত

মাতাবাড়িতে ২৮ কোপে বলি হলো মানদ করা পাঠা, অনাচার বললেন পুরহিত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ মার্চ : মঙ্গলবার ইতিহাসের পাতায় স্থান নিল একান্ন পীঠের একপীঠ উদয়পুরের মা ত্রিপুরেশ্বরী মন্দিরের বলির দৃশ্য।  ২৮ টি কোপে সম্পূর্ণ হয় একটি পাঁঠা বলি। যা দেখে আতকে উঠে ভক্তরা। দর্শনার্থীরা একত্রিত হয়ে উচ্চস্বরে উলুধ্বনি দিতে শুরু করে। যা নিয়ে বেশ সরগোল পড়ে যায়। মঙ্গলবার মা ত্রিপুরেশ্বরী মন্দিরে প্রধান পূজারী ছিলেন আশিষ চক্রবর্তী। যিনি দুখ্যু ঠাকুর নামে পরিচিত।

 বলির কাজে নিয়োজিত ছিলেন বংশ- পরম্পরা গত ভাবে মন্দিরের টলুয়া উত্তম নিয়োগী। এদিন বলির পর মন্দিরের পুরোহিত জানান, সকাল ১১ টা ১৫ মিনিট থেকেই এদিন বলি শুরু হয়। যেহেতু অমাবস্যা তিথি ছিল তাই বিশেষ পূজার আয়োজন করা হয়েছিল মায়ের মন্দিরে। মোট ৬০ টি পাঠা বলি হয়েছে এদিন। যারা মানদ করে বলি দিতে এসেছে তারা সকাল থেকেই মন্দির চত্বরে ভিড় জমায়। এদিন ব্যতিক্রমী ঘটনা ছিল একটি পাঁঠা বলি। মোট ২৮ টি কোপ দিয়ে পাঠা বলি সম্পন্ন হয়েছে। মাতাবাড়িতে এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। সর্বশেষ ১৬ টি কোপে আগে বলি হয়েছিল। এক্ষেত্রে ধরে নেওয়া হয় বিশেষ করে কোন অনিয়ম হয়েছে। নাহলে এমন হতে পারে না। এ বিষয়ে যে ব্যক্তি বলির জন্য মানদ করে পাঠাতে নিয়ে এসেছিল তাকে জিজ্ঞাসা করা হয়েছে। তিনি জানিয়েছেন গ্রামবাসীকে অগ্রিম নিমন্ত্রণ করে মাতা বাড়িতে পাঠা বলি দেওয়ার জন্য এসেছিলেন। পুরোহিতদের পরিভাষায় এ ধরনের ঘটনা তখনই হয় যখন বলি দেওয়ার আগে নিমন্ত্রণ করা হয়। তাই এধরনের অনাচার হয়েছে বলে মনে করছেন মন্দিরে পূজাধারী ৩০ বছরের অভিজ্ঞ পুরহিত। তিনি আরো জানান এই পাঁঠার মালিককে বলা হয়েছে আরেকটি পাঠা এনে বলি দেওয়ার জন্য। নাহলে সম্পূর্ণ হবে না মানদ। ঘটনার পর কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে এই দৃশ্য।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য