স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ মার্চ : অনুপ্রবেশ অব্যাহত। জড়িত বড়সড়ো মানব পাচার চক্র। ধারণা একাংশের। আবারো তিন রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয় বি এস এফ জওয়ানরা। পরে ধর্মনগর থানার পুলিশের হাতে ১২৯ নং ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানরা তিন রোহিঙ্গাকে তুলে দেয়।
ঘটনার বিবরণে জানা যায়, বিএসএফ -এর ১২৯ নং ব্যাটালিয়নের জওয়ানরা ধর্মনগর রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে রবিবার রাতে তিনজন রোহিঙ্গাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। সোমবার রাতে ধর্মনগর থানার হাতে তুলে দেয়। আটক হওয়া তিন রোহিঙ্গা নাম মোঃ নাসির, মোঃ ইসমাইল, ও মোঃ রহমাতুল্লাহ। ধর্মনগর থানার হাতে তুলে দেওয়ার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। তাদের আদালতে তুলে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা বাদে বের হয়ে আসবে আসল রহস্য বলে পুলিশের ধারণা। তারা কোন পথ অবলম্বন করে এসেছে তা কিছুই জানায়নি পুলিশ।