স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ মার্চ : বিশ্ব বন দিবস উপলক্ষে মঙ্গলবার অক্সিজেন পার্ক প্রাঙ্গন থেকে একটি বাইসাইকেল র্্যলির আয়োজন করা হয়। এদিন বাইসাইকেল র্্যলিটি অক্সিজেন পার্কের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে হেরিটেজ পার্কের সামনে এসে শেষ হয়। উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে কে সিনহা। তিনি জানান, বনাঞ্চল সম্পর্কে মানুষকে সচেতন করতে এই উদ্যোগ বিশ্ব বন দিবসে উপলক্ষে নেওয়া হয়েছে। মানুষ যাতে বনাঞ্চলের গুরুত্ব বুঝতে গাছ নিধন না করে তার জন্য এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি বর্তমান সময়ে অত্যন্ত তাৎপর্য বলে মনে করেন তিনি।
এদিকে বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়েও মেধা অন্বেষার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ে মেয়র দীপক মজুমদারের হাত ধরে বৃক্ষরোপণ অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। মেয়র দীপক মজুমদার জানান, বিদ্যালয় প্রতি বছরই বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়। যাতে পরিবেশ নির্মল থাকে। তিনি বলেন, শুধু বন দিবস ঘটা করে পালন করলেই চলবে না। যেকোনো শুভ কাজে বৃক্ষরোপণ করে পরিবেশ সুন্দর রাখার উদ্যোগ গ্রহণ করতে হবে সকলকে। আয়োজিত এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা সহ স্কুল পরিচালন কমিটি সদস্যরা।