Friday, March 21, 2025
বাড়িরাজ্যযুব মোর্চার রক্তদান শিবির

যুব মোর্চার রক্তদান শিবির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ মার্চ : সারা রাজ্যে চলছে রক্তের চরম সংকট। মঙ্গলবার প্রদেশ বিজেপি নির্বাচনী কার্যালয়ে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে মুখ্যমন্ত্রী মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, মন্ত্রী টিংকু রায় বিধায়িকা সহ যুব মোর্চার সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব।

মুখ্যমন্ত্রী এদিন রক্তদান শিবিরে বক্তব্য রেখে বলেন, রক্তের চরম সংকট নিয়ে যখন খবর আসে তখন সাথে সাথে রাজ্যের সবকটি সংস্থা ও সংগঠনকে রক্তদানে এগিয়ে আসতে আহ্বান জানানো হয়। সেই আহবানে সাড়া দিয়ে ভারতীয় জনতা যুব মোর্চার সদর শহর জেলার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে এগিয়ে আসা রক্তদাতা সকলকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন মানুষ জ্ঞান দান, শিক্ষাদান, কিডনি দান সহ বহু কিছু দান করে। কিন্তু এই রক্ত দানের চেয়ে বড় কোন দান হতে পারে না। তিনি বলেন রক্ত ছাড়া কেউ বাঁচতে পারে না। এ রক্তের চাহিদা মেটাতে নিয়মিত সকলকে এগিয়ে আসতে আহ্বান জানান মুখ্যমন্ত্রী। পরে রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদানের উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা। শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য