স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ মার্চ : শনিবার রাতে বিলোনীয়া থানাধীন মতাই থেকে এক বাংলাদেশী মহিলাকে আটক করে বিলোনীয়া থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পুলিশ মতাই এলাকা থেকে আর্জনা লিমা নামে ২৮ বছর বয়সী মহিলাকে আটক করে। তার বাড়ি বাংলাদেশের খুলনা জেলার বাঘের হাট থানা এলাকায়। জানা যায়, দীর্ঘ কয়েক বৎসর যাবৎ দিল্লীতে বেআইনিভাবে অবস্থান করছিলেন তিনি।
এই মহিলা দালাল চক্র মারফত ৩ বৎসর আগে কলকাতার ঠিকানায় আঁধার কার্ড বের করেছে। পরে এই আধার কার্ড নিয়ে চোরাপথে বাংলাদেশে যাওয়ার জন্য মতাই আসে। মতাই এসে দালাল চক্রের সন্ধান পায়। শনিবার রাতে মহিলাকে বাংলাদেশে পার করে দেওয়ার জন্য সীমান্তে নিয়ে যাওয়ার পথে পুলিশ আটক করে। তার সহযোগি হিসাবে আমজাদ নগরের মিলন মিঞাকে পুলিশ আটক করতে সক্ষম হয়। তবে সূত্রে জানা যায় এই ঘটনার মূল মাস্টারমাইন্ড আমজাদ নগর এলাকার সুমন মিঞা নামে এক যুবক। ধৃত দুই জন থানার হেফাজতে রয়েছে। বিলোনীয়া থানার পুলিশের ধারণা এই অনুপ্রবেশ কাজীদের সাথে আরো অনেকে জড়িত রয়েছে। এখন দেখার বিষয়, বিলোনিয়া থানার পুলিশ এই ঘটনার সাথে জড়িত কোন প্রবেশকারীদের জালে তুলতে কতটা সক্ষম হয়। বিশেষ করে যারা দালাল চক্রে জড়িত তাদের কতটা জালে তুলতে সক্ষম হয় পুলিশ।