স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ মার্চ : দপ্তরের দায়িত্ব পাওয়ার পর রবিবার গোর্খাবস্তি স্থিত খাদ্য দপ্তরের প্রধান কার্যালয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী পৌরহিত্যে রিভিউ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরে বিশেষ সচিব সহ অন্যান্য আধিকারিক উপস্থিত ছিলেন।
কিভাবে গণবণ্টন পরিষেবা মানুষের কাছে আরো দ্রুত পৌঁছানো যায় সেই বিষয় নিয়ে দপ্তরের আধিকারিক ও কর্মীদের সাথে আলোচনা করেন মন্ত্রী। মন্ত্রী জানান কিভাবে গণ বন্টন ব্যবস্থা আরো বেশি সুদৃঢ় করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর প্রতি ঘরে সুশাসন পৌঁছানোর জন্য একটা বড় ভূমিকা পালন করে। তাই প্রতি ঘরে সুশাসন পৌঁছানোর ক্ষেত্রে যাতে সংশ্লিষ্ট দপ্তর বড় ভূমিকা পালন করে সে বিষয়ে অবগত করা হয়েছে আধিকারিক এবং দপ্তরের কর্মীদের বলে জানান মন্ত্রী। আরো জানান আগামী দিনে রেশন ডিলার সহ অন্যান্য কর্মীদের সাথেও বৈঠক করা হবে।