স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ মার্চ : ৪১ তম আগরতলা বইমেলা শুরু হবে আগামী ২৪ মার্চ। ৫ এপ্রিল পর্যন্ত বইমেলা অনুষ্ঠিত হবে হাঁপানিয়া মেলা প্রাঙ্গণে। শনিবার রাজধানীর তথ্য সংস্কৃতি দপ্তরে বই প্রকাশক এবং বই বিক্রেতাদের মধ্যে স্টল বিতরণের জন্য লটারি অনুষ্ঠিত হয়৷ উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরে অধিকর্তা রতন বিশ্বাস। তিনি জানান, বিগত বছর ১৬২ টি স্টল মেলাতে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিল।
এবার ১৯০ জন অধিক আবেদন জমা পড়েছে। লটারি মাধ্যমে ১৩১ টি স্টল দেওয়া হবে। এবং লটারি বাইরেও কিছু স্টল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এবং তিনটি ক্যাটাগরির মাধ্যমে স্টল গুলি বন্টন করা হবে। রাজ্যে ও বহিঃ রাজ্যের প্রকাশকরা এই বইমেলায় অংশ নেবে। এ বছর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে বহু প্রকাশক মেলা অংশ নিতে বেশি উৎসাহী। এর পাশাপাশি আসাম, হরিয়ানা থেকে প্রকাশকরা অংশ নেবে বইমেলায়। কিন্তু লক্ষ্য করা গেছে আসাম থেকে এ বছর প্রকাশকদের অংশ নেওয়ার উৎসাহ কম। তবে যাই হোক এবার প্রকাশকদের মধ্যে আলাদা উৎসাহ রয়েছে। হাঁপানিয়া সমস্ত প্রকাশকদের ঠাঁই দেওয়া সম্ভব হবে না। তাই কিছু কাটসাট করা হবে। আগামী বই মেলা প্রথম সভায় প্রকাশকদের অংশ নেওয়ার জন্য কৌটা ভাগ করে দেওয়া হবে। আরো জানেন এবার জি-টুয়েন্টি ইভেন্ট অংশ নিতে চলেছে বইমেলায়। আগরতলা বইমেলার থিম এ বছর কি হবে সে বিষয় নিয়ে এখনো চূড়ান্ত হয়নি। আগামী সোমবার দিন চূড়ান্ত হবে বলে জানান তিনি।