স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ডিসেম্বর : সারাদেশের মতো ত্রিপুরা রাজ্য কংগ্রেসের তিনদিনের প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। ত্রিপুরায় আগামী ২০২৩ -এ ঘুরে দাঁড়ানোর চিন্তাভাবনা নিয়ে রূপরেখা তৈরি করতে কংগ্রেস ইতিমধ্যেই ময়দানে নামতে তৎপর। কারণ প্রদেশ কংগ্রেস সভাপতি পরিবর্তনের পর ত্রিপুরা রাজ্যে কংগ্রেসের অস্তিত্ব রক্ষা করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
হাতেগোনা কর্মী সমর্থক নিয়ে দিশেহারা প্রদেশ কংগ্রেস। তবে শুক্রবার সারাদেশের মতো ত্রিপুরা রাজ্যেও কংগ্রেসের প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। এদিন প্রদেশ কংগ্রেস ভবনে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রশিক্ষণ শিবির শুরু হয়। তিন দিনব্যাপী চলবে কংগ্রেসের শিবির। এদিন প্রশিক্ষণ দিতে এসেছেন সর্বভারতীয় কংগ্রেসের নেতৃত্ব রঞ্জিত কুমার মিশ্রা। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, প্রদেশ কংগ্রেস সভাপতি, জেলা কংগ্রেস সভাপতি, ব্লক কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে এ দিনের প্রশিক্ষণ শিবির। কংগ্রেসের বিচারধারা এবং দেশে কংগ্রেসের আবশ্যকতা বিষয়ে তুলে ধরা হবে।
পাশাপাশি প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে দেশের জন্য বলিদান দিয়েছে। সেসব বিষয় তুলে ধরে একসাথে কংগ্রেস কর্মী সমর্থকদের কাজ করার পরামর্শ দেওয়া হবে বলে জানান তিনি। এদিন বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। বীরজিৎ সিনহা বলেন ব্লক কংগ্রেস, জেলা কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে তিনদিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে। পরবর্তী সময় জেলা এবং বিধানসভা এলাকাতেও কংগ্রেসের শিবির করা হবে। এতে কংগ্রেস কর্মীরা উজ্জীবিত হবে। দেশ এবং রাজ্যে কংগ্রেসের বিকল্প নেই। কংগ্রেস শক্তিশালী হলে দেশ শক্তিশালী হয়, তাই সারা দেশের মানুষ ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এবং রাজ্য মানুষ কংগ্রেসকে কখন করতে শুরু করেছে। এই প্রশিক্ষণ শিবিরে পর ঐক্যবদ্ধভাবে কংগ্রেস কর্মী সমর্থকরা রাজ্যে জনজাগরণ অভিযান শুরু করবে বলে জানান তিনি।