স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ মার্চ : মঙ্গলবার জিবি বাজার এলাকায় রাস্তার পাশ থেকে মনু কর্মকার নামে এক যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দমকল কর্মীরা। পরে তাকে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে। জানা যায় এদিন স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন তাকে।
এরপর তাদের কাছ থেকে খবর পেয়ে ছুটে আসে কুঞ্জবন ফায়ার ষ্টেশনের কর্মীরা। বর্তমানে আহত অবস্থায় মনু কর্মকার হাসপাতালে চিকিৎসাধীন। তবে কিভাবে ওই যুবক আহত হন তা স্পষ্ট নয়। দমকলের কর্মী জানান আহত যুবকের বাড়ি সিধাই মোহনপুরের তুলাবাগান চৌমুহনী এলাকায়। কি কারণে ওই যুবক জিবি বাজার এলাকায় এসেছিলেন তাও স্পষ্ট নয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চঞ্চলের ছড়িয়ে পড়ে।