স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ মার্চ : রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু টি এস আর জওয়ানের। ঘটনা শুক্রবার বিকালে বিশালগড়ের টাউন গার্লস উচ্চ বিদ্যালয়ে। নিহত টিএসআর জওয়ানের নাম বাবুল দেবনাথ। তদন্ত শুরু করেছে পুলিশ। ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সময় থেকে টি এস আর এর প্রথম ব্যাটেলিয়ানের জোয়ানরা অস্থায়ী শিবির করে থাকছেন বিশালগড় মহকুমার টাউন গার্লস উচ্চ বিদ্যালয়ে। শুক্রবার বিকালে আচমকাই ঘটে এক রহস্যজনক ঘটনা। জোয়ানরা শুনতে পান এক বিকট শব্দ।
ছুটে এসে দেখেন রাইফেল ম্যান বাবুল দেবনাথ গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন। গুলি লেগেছে মাথায়। পাশে পড়ে রয়েছে তার রাইফেলটিও। হাবিলদার মানিক চন্দ্র দাস জানিয়েছেন তিনি ঘটনাস্থলের ছুটে এসে হতচকিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে নেন বিষয়টি। এর পেছনে কি লুকিয়ে রয়েছে তা কিছুই জানাতে পারেননি সহকর্মীরা। নিহত এই জওয়ানের বাড়ি মেলাঘরে। বিষয়টির তদন্ত শুরু করেছে বিশালগড় থানা। আশ্চর্যজনক বিষয় হলো ডিউটি অবস্থায় ছিলেন না তিনি। এবং আজকে তার কোন ডিউটি ছিল না। কিন্তু তাহলে কিভাবে সে রাইফেল এ বিষয়টা নিয়ে এক প্রকার ভাবে গুঞ্জন উঠতে শুরু। কিভাবে এই ঘটনাটি ঘটলো তা বেরিয়ে আসবে তদন্তের পরেই।