Sunday, March 16, 2025
বাড়িরাজ্য১৫ দফা দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন

১৫ দফা দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ মার্চ :  নারীদের মর্যাদা ও পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করা সহ ১৫ দফা দাবিতে বৃহস্পতিবার গার্লস প্রাউটিস্টের পক্ষ থেকে জেলা শাসকের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়। প্রতিনিধি দলের সদস্যা তথা গার্লস  প্রাউটিস্টের সম্পাদিকা ডেপুটেশন শেষে জানান শিক্ষা , অর্থনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত নারীরা উন্নয়নের সঠিক পথে এগিয়ে যেতে পারবেনা। দেশে পুরুষ এবং নারী প্রায় সম  সংখ্যক।

 অথচ অধিকারের দিক থেকে নারীরা সম্পূর্ণভাবে অবহেলিত বঞ্চিত। অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক সহ সব ক্ষেত্রেই নারীরা এখনো অনেক পিছিয়ে রয়েছে। শিক্ষা ক্ষেত্রেও নারীরা পিছিয়ে। সঙ্গে তাদের নারীদের জন্য অধিকার স্বীকৃত থাকলেও সেসব অধিকার সঠিকভাবে ভোগ করতে দেওয়া হচ্ছে না। যতদিন পর্যন্ত শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক দিক দিয়ে সমান পর্যায়ে না পৌঁছতে পারবে প্রতিদিন পর্যন্ত দেশ, রাজ্য, সমাজ এমনকি গোটা বিশ্ব উন্নয়নের সঠিক পথে অগ্রসর হতে পারবেনা। সে কারণেই নারী অধিকার সুরক্ষিত করার দাবিতে সদর মহকুমা প্রশাসনের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য