Saturday, March 15, 2025
বাড়িরাজ্যসিপিআইএম -এর বিজয়ী প্রার্থীকে সম্বর্ধনা

সিপিআইএম -এর বিজয়ী প্রার্থীকে সম্বর্ধনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ মার্চ : সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে আবারো আশাহত হয়েছে সিপিআইএম। কিন্তু ২০২৩ বিধানসভা নির্বাচন সিপিআইএমের জন্য ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু বিধানসভা ফলাফলের দিন দেখা গেছে মাত্র ১১ টি আসন পেয়ে দৌড় থেমে যায় দলের। বিরোধী দলের ভূমিকাও পালন করতে পারবে না সিপিআইএম। কারণ আঞ্চলিক দল তিপরা মথা পেয়েছে ১৩ টি আসন। ২০১৮ সালে থেকে কম আসন পেয়ে একপ্রকার ভাবে আই সি ইউ -তে চলে গেছে গোটা দল।

বৃহস্পতিবার সিপিআইএম রাজ্য কার্যালয়ে ১১ আসনে জয়ী প্রার্থীদের সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন পুলেটব্যরোর সদস্য মানিক সরকার, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর সহ অন্যান্য নেতৃত্ব। নবনির্বাচিতদের হাতে পুষ্প স্তবক তুলে দিয়ে উষ্ণ অভিনন্দন দেওয়া হয় তাদের। সাব্রুম বিধানসভা কেন্দ্রের বিজয়ী প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর হাতে পুষ্পস্তবক তুলে দেন প্রাক্তন বিধায়ক সুধন দাস। আগামীদিনে তারা বিধানসভায় গিয়ে রাজ্য বাসীর জন্য মুখ খুলবেন। এবং দলের জন্য তারা দিশারী বলে মনে করছে শীর্ষ নেতৃত্ব। এদিন সংবর্ধনার পর আগামী দিনে দলের বিভিন্ন কার্যকলাপ নিয়ে আলোচনা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য