Saturday, July 27, 2024
বাড়িরাজ্যপানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ

পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ মার্চ :  নয়া সরকারের শপথ গ্রহণের দ্বিতীয় দিন রাস্তা অবরোধ করে পানীয় জলের দাবী জানালো আমবাসা পুর পরিষদের ৭ নং ওয়ার্ডের জনগন। তারা বৃহস্পতিবার সকালে কলস নিয়ে জাতীয় সড়কে বসে আন্দোলনে সামিল হয়। নারী-পুরুষ উভয়ে দীর্ঘক্ষন পানীয় জলের দাবী জানায়। তাদের অভিযোগ, আমবাসা পুর পরিষদের সাত নং ওয়ার্ড টিআরটিসি পাড়ার বাসিন্দারা ১০ থেকে ১৫ দিন ধরে পানীয় জল থেকে বঞ্চিত।

বার বার পুর পরিষদকে জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি। তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার এলাকার প্রমিলা বাহিনী আমবাসা পুরো পরিষদের সামনে আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধে সামিল হয়। সড়ক অবরোধকারীরা তাদের সমস্যার কথা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। এইদিন সড়ক অবরোধের খবর পেয়ে ছুটে যায় আমবাসা থানার পুলিশ। পুলিশ সড়ক অবরোধকারীদের সাথে কথা বলে। এবং সড়ক অবরোধ প্রত্যাহার করে নেওয়ার জন্য অনুরোধ জানায়। পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত সড়ক অবরোধ মুক্ত হয়। এখন দেখার এলাকায় পানীয় জলের সমস্যা দূরীকরণে পুর পরিষদ কি উদ্যোগ গ্রহণ করে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য