স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ মার্চ : মঙ্গলবার আগরতলার অরুন্ধতী নগর স্থিত ঋষি অরবিন্দ হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারে জন ঔষধি দিবস-২০২৩ -এর আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
তারপর তিনি বক্তব্য রেখে বলেন, রাজ্যে কুড়িটি জন ঔষধি কেন্দ্র রয়েছে। এর পরিসংখ্যান আরো বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত অত্যন্ত সুলভ মূল্যে উচ্চ গুণগত সম্পন্ন ঔষধ পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিক নির্দেশে তৈরি জন ঔষধি কেন্দ্রের জন্য প্রতিটি দেশবাসী আজ উপকৃত হচ্ছে। কারণ এই উচ্চ গুণগত সম্পন্ন ওষুধ দিয়ে রোগীরা দ্রুত সুস্থ হয় এবং রোগীর পরিবার আর্থিক দিকে লাভ হয়। মুখ্যমন্ত্রী বলেন জন ঔষধি সম্পর্কে মানুষকে আরো বেশি অবগত করতে হবে। তারপর এটা বাস্তবায়িত হলে এর সফলতা আসবে বলে অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী। আয়োজিত এদিনের অনুষ্ঠানে স্থানীয় কাউন্সিলর, স্বাস্থ্য দপ্তরের সচিব শুভাশিস বসু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।