স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ মার্চ : প্রশাসনের সর্বদলীয় বৈঠক এবং শান্তির বৈঠক ভেস্তে গেছে। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে সন্ত্রাস যেন সারা রাজ্যে চোখ রাঙিয়ে চলেছে। দল ভুলে একাংশ সন্ত্রাসী নেমেছে মানুষের সর্বনাশ করতে। পুলিশ প্রশাসন নিরব দর্শক হয়ে সমস্ত কিছুই পরিলক্ষিত করে চলেছে।
বৃদ্ধা ঘর থেকে বের হয়ে বলছে শান্তি চাই। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে বিজেপি ও আই পি এফ টি জোট সংখ্যাগরিষ্ঠ পাওয়ার পরও বিরোধী দলের কর্মীদের উপর আক্রমণ হামলা-হজ্জতি অব্যাহত রয়েছে। ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভা কেন্দ্র চন্ডিপুর বিধানসভা কেন্দ্র পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্র এমন কি কৈলাশহর বিধানসভা কেন্দ্র বিভিন্ন বাড়ি ঘরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর করছে দুর্বৃত্তরা। এ ঘটনার খবর পেয়ে ছুটে যান প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কৈলাশহর বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের বিজয়ী প্রার্থী বিরজিৎ সিনহা। সঙ্গে ছিলেন কৈলাশহর জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুজ্জামান, চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের বাম মনোনীত প্রার্থী কৃষ্ণেন্দু চৌধুরী, ঊনকোটি জেলা সিপি আই এম -এর সদস্য কান্তি লাল দে। প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানান, ১৫ থেকে ২০টি বাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে দুর্বৃত্তরা। বাড়ি ঘরে নিক্ষেপ করেছে বোমা। অর্থ লুটপাট করে নিয়ে গেছে। আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে বাইক। সুতরাং শান্তির বৈঠক কোথায় ? স্থানীয় থানা ঘেরাও করে পুলিশের কাছে জানতে চাওয়া হবে। পুলিশ যদি তারপরও নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে কর্মীরা প্রস্তুত রয়েছে প্রতিরোধ করে তুলবে বলে হুমকির সুরে বললেন এদিন প্রতিনিধি দলের থাকা নেতৃবৃন্দ। তবে এই দিন মানুষের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল মাটিতে। সন্ত্রাস যেন মানুষকে ভিটে মাটি ছাড়া করে দিচ্ছে।