স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ ফেব্রুয়ারি : ২৮ ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। মঙ্গলবার ব্রেকথ্রু সাইন্স সোসাইটি ত্রিপুরা শাখার উদ্যোগে কুসংস্কার ও অপবিজ্ঞানের বিরুদ্ধে ভারত গড়ার শপথে জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন করা হয়।
রাজধানীর ড্রপ গেইট এলাকায় এদিনের কর্মসূচিতে উপস্থিত ব্রেকথ্রু সাইন্স সোসাইটি ত্রিপুরা শাখার সম্পাদক রাজু আচার্যী বলেন, এই দিনটি উদযাপন করার পেছনে মূলত উদ্দেশ্য যাতে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান প্রসার হয়। এবং বিজ্ঞান প্রশ্নের দিকে গুরুত্ব দিয়ে গত ২১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কুসংস্কার দূরীকরণের বিষয়ে ছাত্রছাত্রীদের সচেতন করা হয়। বিজ্ঞান মানসিকতা গড়ে তুলতে পারলে দেশ এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এবং বিজ্ঞান আন্দোলন গড়ে তুলতে বিজ্ঞান অনুরাগী সকলকে এগিয়ে আসতে দাবি জানান ব্রেকথ্রু সাইন্স সোসাইটি ত্রিপুরা শাখার সম্পাদক রাজু আচার্যী।