স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ ফেব্রুয়ারি : সড়ক দুর্ঘটনা রাজ্যে প্রতিদিন জখম হচ্ছে বহু মানুষ। অসাবধানতা এবং নড়বড়ে ট্রাফিক ব্যবস্থার কারণে এই দুর্ঘটনার শিকার হচ্ছে শিশু থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত। মঙ্গলবার সাত সকালে বিশালগড় লকডাউন বাজার সংলগ্ন সড়কে ইকো গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত শিশু সহ ৫ জন।
জানা যায় আগরতলা থেকে টি আর ০১ এ এম ০৪০৮ নাম্বারে ইকো গাড়ি করে উদয়পুর রওয়না হয়েছিলেন বিশালগড় মনোরঞ্জন চক্রবর্তীর সহ তার পরিবারের আটজন সদস্য। মধ্য লক্ষিবিল সরকারটিলা লকডাউন বাজার এলাকায় আসতে অতিরিক্ত যাত্রী বুঝাই -এর কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে লকডাউন বাজার সড়কের পাশে খাদে পড়ে যায়। বিকট শব্দ পেয়ে লকডাউন বাজার সংলগ্ন এলাকার আশেপাশের মানুষ ছুটে আসেন। গভীর খাদে পড়ে যাওয়া মনোরঞ্জন চক্রবর্তীর সমস্ত সদস্যদের দুর্ঘটনা গ্রস্থ ইকো গাড়ি থেকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠানো ব্যবস্থা করা হয়। ঘটনা এলাকায় দেখা দেয় চাঞ্চল্য।