Thursday, January 16, 2025
বাড়িরাজ্যফলাফল যা হবে তাকে আন্তরিক ভাবে মান্যতা দিতে হবে : তৃণমূল কংগ্রেস

ফলাফল যা হবে তাকে আন্তরিক ভাবে মান্যতা দিতে হবে : তৃণমূল কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ ফেব্রুয়ারি : জয়ের প্রত্যাশা নেই ঘাস ফুল শিবিরের। শনিবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই আকার ইঙ্গিতে জানান দিলেন প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। প্রদেশ তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ১৬ ফেব্রুয়ারি ভয় ভীতি মুক্ত করে ভোটাররা তাদের মতাধিকার বিপুল সংখ্যায় প্রকাশ করেছে। এটা রাজ্যের জন্য ইতিহাস।

কিন্তু ভোট পরবর্তী কালে বিভিন্ন জেলায় বহু ঘটনা ঘটছে। যা অত্যন্ত দুর্ভাগ্য জনক। আক্রমণ, অগ্নি সংযোগ, হুমকি, হত্যা, আহত হওয়ার ঘটনা সামনে আসছে। এতে রাজ্যের নাম কলঙ্কিত হচ্ছে। এই ক্ষেত্রে রাজনৈতিক দল গুলির দায়িত্ব বেশী। তিনি সকলের উদ্দেশ্যে আহ্বান জানান মানুষ তাদের মতামত দিয়েছেন। আগামী ২ মার্চ গননা হবে। ফলাফল যা হবে তাকে আন্তরিক ভাবে মান্যতা দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। জয়ী দল আনন্দ করবে। কিন্তু সেই আনন্দ যাতে অপরের নিরানন্দের কারন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যারা পরাজিত হবে তাদের সুরক্ষিত রাখতে উদ্যোগী হওয়ার বার্তা দেন তৃণমূল কংগ্রেসের প্রদেশ সভাপতি পীযূষ বিশ্বাস। এই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস দায়িত্ব নেবে বলে আশ্বস্ত করেন। আরো বলেন যদি রাজ্যের পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার চেষ্টা কেউ না করে তাহলে জনগণ তার প্রতিবাদ গড়ে তুলবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য