Wednesday, January 22, 2025
বাড়িরাজ্যধৃত বৈরীকে তুলে দিল বাংলাদেশ পুলিশ

ধৃত বৈরীকে তুলে দিল বাংলাদেশ পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ ফেব্রুয়ারি : আসমের সুতারকান্দি বিওপি থেকে এন এল এফ টি উগ্রপন্থী সংগঠনের এক সদস্যকে নিয়ে আসে রাজ্য পুলিশ। ধৃত বৈরীর নাম বিধু দেববর্মা। তার বাড়ি খোয়াই দেবেন্দ্র চৌধুরী পাড়ায়। অভিযুক্ত বৈরী দীর্ঘ সময় বাংলাদেশের জেলে ছিল। তারপর বাংলাদেশের পুলিশ বৈরী বিধু দেববর্মাকে আসামের করিমগঞ্জের ভারত – বাংলাদেশ সীমান্ত দিয়ে বিএসএফ -এর হাতে তুলে দেয়।

তারপর বিএসএফ জওয়ানরা ত্রিপুরা পুলিশের হাতে তুলে দেয় ধৃত বৈরীকে। ধৃত বৈরী জানায় ২০১৫ সালে পানিসাগরে পুলিশের কাছে সে আত্মসমর্পণ করেছিল। ২০১৯ সালে স্ত্রীকে ত্রিপুরায় আনার জন্য তিনি বাংলাদেশে যায়। কিন্তু সেখানে থাকা অবস্থায় তাকে ঢাকা পুলিশ আটক করে জেল বন্দী করে দেয়। পরবর্তী সময় বিএসএফ জওয়ানদের হাতে তুলে দেয় তাকে। বর্তমানে রাজ্য পুলিশের হেফাজতে রয়েছে ধৃত বৈরী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য