স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ ফেব্রুয়ারি : বৃহস্পতিবার সকাল সাতটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট দানের সময়সীমা ছিল। এই নয় ঘন্টার মধ্যে রাজ্যে ৮১ শতাংশ ভোট পড়েছে। কিন্তু তারপরও যারা ভোট দিতে এসেছিলেন তাদের কাউকে ভোট না দিয়ে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়নি। সকলে যাতে ভোট দিতে পারে তার জন্য ভোট কর্মীরা সুযোগ দিয়েছে। বৃহস্পতিবার রাতে পশ্চিম জেলা শাসকের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে জানান রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য অধিকারিক কিরণ গিত্যে।
তিনি বলেন, নির্বাচন কমিশন জিরো পুল ভায়োলেন্সের জন্য সংকল্পবদ্ধ ছিল। সে অনুযায়ী নির্বাচন সংগঠিত করার চেষ্টা করেছে। এর জন্য জেলা শাসক এবং রাজ্য পুলিশ গত দু মাস ধরে কাজ করেছে। গত ১১ এবং ১২ জানুয়ারি জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল রাজ্য সফর করে আসার পর নির্বাচন ঘোষণা করা হয়েছিল। বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়। কিন্তু চার থেকে পাঁচটি ঘটনার খবর রয়েছে নির্বাচন কমিশনের কাছে। আগামী শুক্রবার সকালের মধ্যে রিপোর্ট জমা করার পর সে বিষয়ে তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি। তবে পাঁচটি ঘটনার অভিযোগ জমা করার পর ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে কোন অপ্রতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য দায়িত্বে রয়েছে পুলিশ টিএসআর এবং আধা সামরিক বাহিনী। আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য অধিকারিক প্রশাসনিক বিভিন্ন দপ্তরে কর্মীদের অভিনন্দন জানান। তাদের অক্লান্ত পরিশ্রমে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।