স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ ফেব্রুয়ারি : পুলিং এজেন্টকে মারধর করল শাসকদলের দুর্বৃত্তরা। ঘটনা ৪২ অমরপুর বিধানসভা কেন্দ্রের নতুন বাজার এলাকার ৪৪ নম্বর বুথের সিপিআইএমের পুলিং এজেন্ট রাজীব মজুমদারের উপর হামলার ঘটনাটি সংগঠিত হয়। পরে নতুন বাজার থানায় মামলা দায়ের করলেন সিপিআইএমের সেই পুলিং এজেন্ট রাজীব মজুমদার। পুলিশ নাকি আইনের রক্ষক কিন্তু কতিপয় পুলিশ আধিকারিক কিংবা পুলিশ প্রশাসনের কর্মী সেই আইনের রক্ষকের ভাষাটাই বদলে দিলেন নির্বাচনের দিনে।
পুলিশ কি তাহলে সাধারণ মানুষের স্বার্থে কাজ করে নাকি রাজনৈতিক দলের হয়ে দলদাস হিসেবে পরিচিত হতে শুরু করেছে সেই প্রশ্নটাই উঠে এসেছে সামনে। ৪২ অমরপুর বিধানসভা কেন্দ্রের নতুন বাজার ৪৪ নম্বর বুথের সিপিআইএমের পুলিং এজেন্ট রাজীব মজুমদার অভিযোগ করেছেন তিনি দুপুরে খাবারের জন্য ভোট গ্রহণ কেন্দ্র থেকে বেরিয়ে বাইরে আসেন। লাঞ্চ সেরে তিনি যখন ভোট কেন্দ্রে যাওয়ার জন্য অগ্রসর হন। ঠিক তখনই তাকে বাধা দেন শাসকদলের কতিপয় দুর্বৃত্ত। শুধু তাই নয় তাকে শারীরিকভাবে মারধর ও করা হয়। এমনকি ভোট দিতে আসা ভোটারদের ও লাঠি সেটা নিয়ে তাড়া করে শাসকদলের সেই দুর্বৃত্তরা। কিন্তু পুলিশ প্রশাসনকে সহযোগিতার জন্য বললেও কেউ তার ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসেননি। ঘটনাটি ঘটে নতুন বাজার বালিকা বিদ্যালয়ে ভোটগ্রহণ কেন্দ্রের সামনে। পরবর্তী সময়ে রাজীব মজুমদার সেখান থেকে কোনোরকমে পালিয়ে এসে নতুন বাজার থানায় মামলা দায়ের করেন। এই ঘটনার পর বুথ সভাপতিকে আটক করেছে পুলিশ।