Tuesday, January 21, 2025
বাড়িরাজ্যভোট দিয়ে খুশি ব্রু -রা

ভোট দিয়ে খুশি ব্রু -রা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ ফেব্রুয়ারি : বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ত্রয়োদশ বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। এদিন সকাল ৭ টা থেকে শুরু হয় ভোট গ্রহণ পর্ব। এই বছর মোট ভোটারের সংখ্যা ২৮ লক্ষ ১৪ হাজার ৫৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লক্ষ ১৫ হাজার ২২৩ জন এবং মহিলা ভোটার ১৩ লক্ষ ৯৯ হাজার ২৮৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৬২ জন।

এবছর ভোটার তালিকায় ১৪ হাজার পাঁচ জন ব্রু ভোটারের নাম নথিভুক্ত হয়েছে। এই বছর প্রথম তারা রাজ্যের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায়। দীর্ঘ দিনের সমস্যা শেষে রাজ্যের বেশ কিছু স্থানে তাদের পুনর্বাসন দেওয়ার কাজ চলছে। সেই পুনর্বাসন কেন্দ্র গুলিতে ইতিমধ্যেই যারা বসবাস শুরু করেছেন তাদের নাম ভোটার তালিকায় তোলা হয়। ধলাই জেলার ৪১ আমবাসা বিধানসভা কেন্দ্রের খাতাংগা পাড়া জে বি স্কুলের ভোট কেন্দ্রে ব্রু ভোটারেরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভারতীয় নাগরিক হিসাবে প্রথমবার ত্রিপুরায় ভোটদানে অংশ গ্রহণ করতে পেরে খুশি ব্রু ভোটার উত্তম কুমার রিয়াং। ২৩ বছর ভোটাধিকার প্রয়োগ করতে খুশি অন্যান্য ব্রু -রা। চিরাচরিত পোষাকে তারা আসনে ভোটাধিকার প্রয়োগ করতে। বুড়া পাড়াতে মোট ব্রু ভোটার রয়েছে ১১৩৪ জন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য