Tuesday, January 21, 2025
বাড়িরাজ্যগণতন্ত্রের জয় হবে, ফ্যাসিবাদের পতন ঘটবে, ভোট দিয়ে বললেন সুদীপ

গণতন্ত্রের জয় হবে, ফ্যাসিবাদের পতন ঘটবে, ভোট দিয়ে বললেন সুদীপ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ ফেব্রুয়ারি :  বুধবার রাত থেকে বিক্ষিপ্ত সন্ত্রাস রাজ্যের মানুষকে চোখ রাঙিয়েছে। কিন্তু ভোর সাড়ে পাঁচটা থেকে মানুষ সন্ত্রাসের বাঁধ ভেঙে ভোট কেন্দ্রে আসতে শুরু করেছে। তারপরও বাধা দিলে মানুষ এর প্রতিরোধ গড়ে তুলছে। বোঝা গেছে এভাবে মানুষের গণতন্ত্র হরণ করা যায় না। বৃহস্পতিবার ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন আচার্য প্রফুল্ল চন্দ্র বিদ্যামন্দিরে ভোট দিয়ে একথা বলেন।

তিনি বলেন, এদিন সকাল থেকে দেখা গেছে ভোটাররা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটে অংশগ্রহণ করে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার আকাঙ্ক্ষা প্রকাশ করতে। কারণ পাঁচ বছরে রাজ্যের মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। তাই শাসক দলের বাধা উপেক্ষা করে সাধারণ মানুষের মধ্যে যে উচ্ছ্বাস পরিলক্ষিত হচ্ছে তাতে জয় নিশ্চিত। তিনি আরো বলেন, বিভিন্ন জায়গায় ভোটারদের আটকে দেওয়া হয়েছে। এটা গণতন্ত্রের পক্ষে বাঞ্ছনীয় নয়, বরং লজ্জাস্কর। মানুষের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেছে।

এসব সন্ত্রাস প্রতিহত করে ঐতিহ্য ও গড়িমা বজায় রাখার চেষ্টা করছেন মানুষ। শত বাধা দানের মধ্য গণতন্ত্রের জয় হবে, ফ্যাসিবাদের পতন ঘটবে বলে জানান তিনি। সুদীপ রায় বর্মন এদিন নিজের জয় প্রসঙ্গে বলেন ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে সর্বকালীন রেকর্ড ভোটে জয়ী হবেন তিনি। কারণ উপনির্বাচনের মতো কঠিন লড়াই যেহেতু তিনি জয়ী হয়েছেন, আজ মানুষ এই বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস দেখে তিনি জয় নিয়ে নিশ্চিত। আরো বলেন মানুষের উপর বিশ্বাস আছে হার্মাদ বাহিনীর হুমকি উপেক্ষা করে মানুষ ভোট দিয়েছে। ভোটারদের সাথে তিনি কথা বলে হাসিমুখে ভোটকেন্দ্র থেকে বের হয়ে আসেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য