স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ ফেব্রুয়ারি : ১৫০ কানি রাবার বাগান পুড়িয়ে দিলো দুষ্কৃতীরা। ঘটনা রানীরবাজার তোলাকোনা এবং ভূমিহীন কলোনির ধুপছড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা রানীরবাজার তোলাকোনা এবং ভূমিহীন কলোনির ধুপছড়া এলাকায় রাবার বাগানটি মধ্যে আগুন লাগিয়ে দেয়।
বুধবার ভোরে এলাকাবাসীর নজর আসে। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনা স্থলে ছুটে আসে। এলাকাবাসীর সাথে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাবার বাগানটি ১২ জন মালিকের অধীনে রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা বলে জানান তিনি।