Thursday, January 16, 2025
বাড়িখেলাগালতিয়েরের কৌশল নাকি বায়ার্ন ম্যাচে খেলবেন এমবাপ্পে?

গালতিয়েরের কৌশল নাকি বায়ার্ন ম্যাচে খেলবেন এমবাপ্পে?

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৪ ফেব্রুয়ারি: ইউলিয়ান নাগলসমানের সন্দেহটাই সত্যি হলো! কিলিয়ান এমবাপ্পের চোট কতটা গুরুতর, শুরু থেকেই তা নিয়ে সন্দেহ ছিল বায়ার্ন কোচের। অন্তত এই চোটের কারণে বায়ার্নের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এমবাপ্পে খেলতে পারবেন না—এ কথা নাগলসমান বিশ্বাস করেননি। তাঁর ধারণা ছিল, এমবাপ্পের চোটের ব্যাপারটি নিয়ে পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়েরের ‘মাইন্ড গেম’ খেলছেন। আর সে ধারণা যে কিছুটা হলেও সত্য, তা বায়ার্ন ম্যাচের জন্য ঘোষিত পিএসজির দলে এমবাপ্পে থাকাতেই নিশ্চিত হয়েছে।A১ ফেব্রুয়ারি লিগ ‘আ’তে মঁপেলিয়ের  বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন এমবাপ্পে। তখন ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছিল, তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। আর এই চোটে চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে প্রথম লেগে তাঁর না খেলার বিষয়টিও নিশ্চিত হয়।তখনই এমবাপ্পের চোটে পড়ার বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করে নাগলসমান বলেছিলেন, ‘আমি জানি না, তার কী হয়েছে। তবে আমি আশা করছি, সে খেলবে। তারা তাদের ওয়েবসাইটে খুবই অস্পষ্টভাবে লিখেছে—তিন সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকবে সে। যদি তার চোট জটিল না হয়, তবে আমার মনে হয় না সে ম্যাচ মিস করবে।’ এর জবাব পিএসজি কোচ দিয়েছিলেন এভাবে, ‘তাদের সঙ্গে মাইন্ড গেম খেলব? পিএসজির খেলার ধরনটা এমন নয়, আমারও নয়।’

চোট থেকে ফিরে এমবাপ্পে অনুশীলনে ফিরেছেন সোমবার। এক দিন পরই কি বায়ার্নের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত এমবাপ্পে? এমন একটা প্রশ্নও কিন্তু আছে। সে প্রশ্নের উত্তরে অবশ্য আশার কথা শোনাননি গালতিয়ের, ‘এমবাপ্পে ভালোভাবে অনুশীলন করেছে, ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে। তবে আমি এখনো নিশ্চিত নই টিমশিটে ওর নাম থাকবে কি না। আগামীকালও এমবাপ্পেকে পর্যবেক্ষণে রাখা হবে।’গালতিয়ের মাইন্ড গেম খেলছেন, এ–ই ভেবে আগেই বায়ার্ন কোচ বলেছিলেন, এমবাপ্পে খেলছেন, তা ভাবনায় রেখে ম্যাচপরিকল্পনা সাজাবেন তিনি। এবারও তিনি তাঁর ভাবনা বদলাননি। হয়তো এটাকেই ধরে নিচ্ছেন গালতিয়েরের মাইন্ড গেম হিসেবে, ‘এমবাপ্পে শুরু থেকেই খেলবেন, তা–ই ধরে নিচ্ছি। মাঠে ও যেন আমাদের ক্ষতির কারণ না হয়, সেটা ঠিক রাখা প্রধান কোচ হিসেবে আমার দায়িত্ব।’পিএসজির সমর্থকদের জন্য খুশির খবর আছে আরও। সোমবার এমবাপ্পের সঙ্গেই অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। চ্যাম্পিয়নস লিগে আজ রাতে শেষ ষোলো প্রথম লেগে বায়ার্নের মুখোমুখি হবে পিএসজি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য