স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ ফেব্রুয়ারি : সিপিআইএমের সভায় অংশ নিয়েছেন ভেবে বৃদ্ধ রিক্সা চালককে মারধর করে হাত ভেঙ্গে গুড়িয়ে দিলো বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা। পুড়িয়ে দিল মোটো রিক্সাটি। হুমকি দিল যাতে ভোট দিতে না যায়। ঘটনা খয়েরপুর বিধানসভা কেন্দ্রের তুলাকোনা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার সন্ধ্যায় খয়েরপুর বিধানসভা কেন্দ্রে সিপিআইএমের একটি জনসমাবেশ ছিল।
মোটর রিক্সা চালক কালিপদ চক্রবর্তী রিক্সা নিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরার সময় বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা হামলা করে তার উপর। বহুবার বলেছেন তিনি সিপিআইএমের সভায় যায় নি। কিন্তু তারপরেও বেধড়ক মারধর করেছে কালিপদ চক্রবর্তীকে। তার চিৎকার শুনে আশপাশে মানুষ ছুটে আসেনি। কারণ যে দুর্বৃত্তরা এই ঘটনা সংগঠিত করেছিল তারা এলাকার মস্তান বলে পরিচিত। এর মধ্যে রয়েছে মিটন দেবনাথ বলে এক বিজেপি নেতা। দুর্বৃত্তরা এই রক্তাক্ত করে তার মোটর রিক্সাটি পর্যন্ত আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রানীর বাজার থানার পুলিশ। পুলিশ ঘটনা স্থল থেকে কালিপদ চক্রবর্তীকে উদ্ধার করে জিবি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। কালীপদ চক্রবর্তী জানান ছয় থেকে সাত জন এই ঘটনায় জড়িত। তারা হুমকি দিয়েছে আগামী ১৬ ফেব্রুয়ারি যাতে ভোট দিতে না যান তিনি। কালিপদ চক্রবর্তী ছেলে প্রীতম চক্রবর্তী অভিযোগ তাদের পরিবারের উপর আরো তিনবার আক্রমণ সংগঠিত করেছে বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা। আহত রিকশা চালক কালিপদের হাতে এবং কানের গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানান তার ছেলে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।