স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ ফেব্রুয়ারি : জাতীয় নির্বাচন কমিশন জিরো পোল ভায়োলেন্স মিশনকে সামনে রেখেই আসন্ন বিধানসভা নির্বাচন সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে। অবাধ শান্তি পূর্ণ নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে রাজ্যের বিভিন্ন এলাকা সহ স্পর্শকাতর অঞ্চল গুলোতে। কিন্তু নির্বাচনের প্রাক লগ্নে যে সমস্ত ঘটনা গুলো ঘটে চলেছে তারই পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠতে শুরু করেছে জিরো পোল ভায়োলেন্সে এবারের নির্বাচন কি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে? কারণ মহারানী চৌমুহনী বাজার এলাকায় রবিবার রাতের বেলা বাড়ি ফেরার সময় আক্রান্ত হলেন এক বাম কর্মী।
তিনি এদিন সিপিআইএমের মিছিলে যাওয়ায় আক্রান্তের শিকার হয়েছেন। জানা যায় আহত কর্মীর নাম আজাদ মিঞা। রাতের বেলা আজাদের স্ত্রী জানতে পারে দুর্বৃত্তদের আক্রমণে আহত অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। সাথে সাথে মহারানী হাসপাতাল ছুটে গেলে কর্তব্যরত চিকিৎসকরা রেফার করেন টেপানিয়া হাসপাতালে। এই ঘটনার সাথে জড়িত বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা বলে অভিযোগ আজাদের স্ত্রীর। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আজাদকে দেখতে ছুটে যান বামফ্রন্ট এবং কংগ্রেস দলের কর্মী সমর্থকরা। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে। পাশাপাশি রিটার্নিং অফিসারকে এই বিষয়ে জানানো হবে। আজাদের মাথায় গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি।