স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ফেব্রুয়ারি : নির্বাচনে প্রাক মুহুর্তে দুষ্কৃতীদের হাতে বিজেপির বুথ সভাপতির সুপারি বাগান ধ্বংস। ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কমলপুর বিধানসভার কেন্দ্রের নোয়াগাঁও গ্রামে। যদিও সুপারি বাগান মালিক সত্যরঞ্জন ঘোষ ও স্থানীয় বিজেপি নেতৃত্ব এই ঘটনার দায় সিপিএমের উপর চাপিয়েছে। ঘটনার বিবরণে প্রকাশ ৪৫ কমলপুর বিজেপির ১৮ নং বুথ সভাপতি সত্যরঞ্জন ঘোষের একটি সুপারি বাগান রয়েছে নোয়াগাঁও পঞ্চায়েতে ৪ নং ওয়ার্ড আমিন টিলা এলাকায়।
দুর্বৃত্তরা শুক্রবার গভীর রাতে বাগানের প্রায় এক হাজারের অধিক সুপারি গাছ কেটে ধ্বংস করে দেয়। এ বিষয়ে সত্যরঞ্জন ঘোষ জানান, এলাকায় কারোর সঙ্গে তার কোন শত্রুতা নেই। সম্প্রতি এলাকায় বিজেপির বুথ সভাপতি দায়িত্ব পেয়েছেন তিনি। তাই ধারণা সিপিএম দুষ্কৃতিরাই তার এই বাগানটি ধ্বংস করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকার উপরে হবে বলে জানান তিনি। এদিকে বাগান মালিক সত্য রঞ্জন ঘোষ এই ঘটনার অভিযোগ সিপিএমের উপর চাপিয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে রীতিমতো আতঙ্কর পরিবেশ তৈরি হয়েছে গোটা নোয়াগাঁও গ্রামে। তবে এই ঘটনাটি নিয়ে সম্পূর্ণ রহস্য দানা বাঁধছে সাধারণ মানুষের মনে।