স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ফেব্রুয়ারি : আসন্ন নির্বাচনে একা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ পুরো বিজেপির সাথে লড়বেন প্রদ্যোত কিশোর দেববর্মণ। কারণ ময়দানে সিপিআইএম শূন্য। তাই আসন্ন নির্বাচনে মূল লড়াই হবে বোবাগ্রা মথা বনাম বিজেপির। আর ২ মার্চ ফলাফল ঘোষণার পর গোটা দেশবাসী জানবে বোবাগ্রা জয়ী হয়েছে।
শুক্রবার ৪৪ রাইমাভ্যালি বিধানসভার কেন্দ্রের তিপ্রা মথা প্রার্থী নন্দিতা দেববর্মা রিয়াং -এর সমর্থনে জনসমাবেশ থেকে এই কথা বললেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন। তিনি বিজেপি দিল্লির নেতৃত্বদের কামান দেগে বলেন, মিসকলের চাকুরি, রাস্তাঘাট, ঘরে ঘরে প্রাণীয় জল, রেগা মজুরি ৩৪০ টাকা থেকে শুরু করে যে প্রতিশ্রুতি গুলি এসে ভাজপা নেতারা বলবেন সেগুলি পরিপ্রেক্ষিতে পাল্টা বলবেন চলো ঠকাই। যে প্রতিশ্রুতিগুলি দিয়ে বিজেপি সরকারে এসেছিল সেগুলি পালন করেনি। এভাবে বিজেপি-কে তীব্র ভাষায় আক্রমণ করে দলের কর্মীদের শুক্রবার জনসমাবেশে পাঠ দিলেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন। তিনি বলেন, তিপ্রা মথা আসন্ন নির্বাচনে পাঁচ জন প্রার্থী হুলুই -দের থেকে বেছে নিয়েছে বলে জানান। যাতে হুলুইদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়। দীর্ঘ ৭০ বছরে হুলুই -দের নির্বাচন লড়াই করার জন্য কখনো প্রার্থী করা হয়নি। তিনি বলেন, উন্নয়ন আগরতলা, আমবাসা, উদয়পুর, ধর্মনগর হচ্ছে। কিন্তু উন্নয়ন প্রত্যন্ত এলাকায় হয় নি ৭০ বছরে। তিনি আরো বলেন দিল্লির নেতাদের প্রতিশ্রুতি পেয়ে তিনি প্রলোভনের ফাঁদে পা দেন নি। যদি তাদের প্রলোভনে পা রাখতেন তিপ্রাসাদের সাথে ধোঁকা হতো। এবং এদিন আয়োজিত জনসমাবেশে একাধিকবার প্রদ্যোত কিশোর দেববর্মণ নিজেকে গরিবের পার্টি বলে আখ্যা দিয়েছেন। কিন্তু এদিন তিনি হেলিকপ্টারে মাধ্যমে রাইমাভ্যালীতে যান। জনদরদী নেতার গরিব বলে স্লোগান তুললেও কর্মীরা মেনে নিতে পারেনি। সৃষ্টি হয়েছে গুঞ্জন। তবে তিনি এদিন মঞ্চ থেকে প্রার্থী এবং কর্মীদের শপথ পাঠও করায়। বলেন যদি থানসা হয় তাহলে তিপ্রাসাদের সব হবে। তাই শেষ লড়াই যাতে কোন ভাবে ঢিলেমে না দেয় কর্মীরা। এদিন মনোনীত প্রার্থীদের মঞ্চে নিয়ে সমর্থন করার জন্য কর্মীদের উদ্দেশ্যে বার্তা রাখেন প্রদ্যোত কিশোর দেববর্মন।