স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ফেব্রুয়ারি : আসন্ন নির্বাচনে ২৬ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে আমরা বাঙালি দল। শুক্রবার ২৯ টি প্রতিশ্রুতির মাধ্যমে তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়। গ্রেটার তিপ্রাল্যান্ড এবং এন আর সি – র ষড়যন্ত্র থেকে মানুষকে রক্ষা করতে উদ্যোগ নেওয়া হবে।
শিবনগর স্থিত দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই ইস্তেহারের ঘোষণা দেন আমরা বাঙালির রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্র পাল। রাজ্যের মানুষ কংগ্রেস, সি পি আই এম এবং বি জে পি-কে দেখেছে। এখন একটা জোট তৈরি হয়েছে বি জে পি -কে পরাজিত করতে। কিন্তু এরা বিচ্ছিনতাবাদী দাবিকে তারা সমর্থন জানায় কেবল মাত্র ক্ষমতা দখলের জন্য। তাই এই অবস্থায় আমরা বাঙালি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্র পাল। তিনি বলেন ত্রিপুরায় পর্যাপ্ত পরিমাণে কাঁচামাল থাকার পরেও শিল্প বাণিজ্যের কোন উদ্যোগ নেই বিজেপি ও আইপিএফটি জোট সরকার। আমরা বাঙালি সরকার গঠনে মানুষের সহায়তা চান তিনি।