স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ফেব্রুয়ারি : ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বিজেপি-র হেভিওয়েট প্রার্থী মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদিন জনসংযোগের পাশাপাশি সামিল হচ্ছেন প্রচার কর্মসূচীতে। সারা রাজ্যে প্রচারের ফাঁকে সময় বের করে নিজ বিধানসভা কেন্দ্রেও প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থী ডাঃ মানিক সাহা।
শুক্রবার প্রার্থীকে নিয়ে টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে হয় সুসজ্জিত রোড শো। এদিন ৪০ নাম্বার ওয়ার্ড এলাকার বিভিন্ন বুথে পরিক্রমা করে মিছিলটি। মিছিলে প্রার্থীর সঙ্গে ছিলেন মেয়র দীপক মজুমদার, কর্পোরেটার শম্পা চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব। বিজেপি প্রার্থী ডাঃ মানিক সাহা জানান তাঁর বিধানসভা কেন্দ্রে প্রচারের কাজ শেষ পর্যায়ে রয়েছে। তাই এখন বাকীটা সময় অন্য বিধানসভা কেন্দ্রের প্রচারের জন্য দিচ্ছেন। সবাই বিজেপি-র দলের প্রতি আস্থাশীল। উন্নয়নের নিরিখে ১৬ ফেব্রুয়ারী মানুষ ভোট দেবে। ৫৫ টি আসনে লড়াই করছে বিজেপি এবং ৫ টি আসনে লড়ছে শরিক দল আই পি এফ টি। সবকটি কেন্দ্রে জন সমর্থন দিন দিন বাড়ছে। জয় নিশ্চিত বলে জানান তিনি।