Saturday, July 27, 2024
বাড়িরাজ্যওপেনিয়ন পোল নিয়ে সময় বেঁধে দিলো নির্বাচন কমিশন

ওপেনিয়ন পোল নিয়ে সময় বেঁধে দিলো নির্বাচন কমিশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ফেব্রুয়ারি : ১৬ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এক্সিট পোল কিংবা ওপেনিয়ন পোল ঘোষণা করা যাবে না। ভোট সম্পন্ন হওয়ার পর নির্দিষ্ট সময়ের পর ওপেন পোল প্রকাশ করা যাবে। শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

এই সাংবাদিক সম্মেলন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার কিরন গিত্যে জানান নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক ২৭ ফেব্রুয়ারি ৭ টা পর্যন্ত ওপেনিয়ন পোল কিংবা এক্সিট পোল প্রকাশ করা নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচনের দিন ও নির্বাচনের একদিন পূর্বে প্রিন্ট মিডিয়া বিজ্ঞাপন প্রকাশ করতে পারবে। তবে সেই বিজ্ঞাপনের জন্য সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে অনুমতি নিতে হবে। ১৪ ফেব্রুয়ারি ৪ টার পর সরব প্রচার শেষ হয়ে যাবে। তারপর থেকে সংবাদ মাধ্যমে কোন রাজনৈতিক দল কিংবা কোন প্রার্থীর কোন কর্মসূচী সম্প্রচার করা যাবে না। তবে নির্বাচন সংক্রান্ত নিরপেক্ষ অনুষ্ঠান সম্প্রচার করা যাবে। সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরও জানান নির্বাচনের পূর্বে ৪৮ ঘণ্টা সময় ভোটারদেরকে প্রদান করা হয়। যাতে করে ভোটাররা ভেবে চিন্তে ভোট দান করতে পারে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য