Saturday, January 18, 2025
বাড়িরাজ্যসিপিআইএম এবং বিজেপির সংঘর্ষে আহত ৭

সিপিআইএম এবং বিজেপির সংঘর্ষে আহত ৭

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ফেব্রুয়ারি : কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রার্থীর প্রচার হলেও সিপিআইএম এবং বিজেপির মধ্যে সংঘর্ষ বন্ধ নেই। শুক্রবার প্রার্থীর প্রচারকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে মেলাঘর। ঘটনায় আহত হয় সিপিআইএম এবং বিজেপি উভয় দলের সাতজন। এলাকায় মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী। ঘটনার বিবরনের জানা যায় এদিন সকালে সিপিআইএমের প্রার্থী শ্যামল চক্রবর্তী ভোট প্রচারে বের হয়েছিলেন। কিন্তু সেই সময় পরিকল্পিতভাবে বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা প্রার্থীকে পেয়ে ট্রিপ্পনি দিতে শুরু করে। সে সময় দুই পক্ষের মধ্যে বাঁধে সংঘর্ষ।

 ঘটনায় পাঁচ জন সিপিআইএম কর্মী এবং দুজন বিজেপি কর্মী আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল কর্মীরা। দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে নিয়ে আসে সোনামুড়া মহকুমা হাসপাতালে। কিন্তু কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রেফার করেন জিবি হাসপাতালে। সিপিআইএম কর্মীদের আরো অভিযোগ প্রার্থীকে নিয়ে প্রচারে বের হওয়ার পর বিজেপি দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। ঘটনায় সিপিআইএম কর্মী কয়েকজন গুরুতর আহত হয়। এদিকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ প্রার্থী বাড়ি বাড়ি প্রচারে আসার পর জিজ্ঞাসা করা হয়েছিল দীর্ঘ পাঁচ বছর তারা কোথায় ছিলেন ? করোনা মহামারীর সময় তারা আর্থিক অভাব অনটন সহ বিভিন্ন সমস্যায় পড়েছিল। সে সময় কোন ধরনের সহযোগিতা করতে এগিয়ে আসেননি কেন ? আর এ কথা বলা মাত্রই প্রার্থীর সাথে থাকা জাকির হোসেন নামে এক দুর্বৃত্ত এবং তার সঙ্গপাঙ্গরা আক্রমণ সংঘটিত করে। প্রার্থী তার কর্মীদের কোন বাধা দেয়নি। পরবর্তী সময়ে তাদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য খবর দেওয়া হয় পুলিশকে। এদিকে আবুল হোসেন নামে এক কর্মী গুরুতর আহত হয়েছেন। এলাকায় আধা সামরিক বাহিনী মোতায়েন করে ঘটনার তদন্ত করছে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য