স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ফেব্রুয়ারি : ড্রামাবাজি চলবে না। প্রত্যেক নাগরিক যাতে ভোটকেন্দ্রে গিয়ে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তার জন্য দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকে। বুধবার ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট এবং কংগ্রেসের সমর্থিত নির্দল প্রার্থী পুরুষোত্তম রায় বর্মনের সমর্থনে গোলচক্কর এলাকায় নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলে সাংসদ বৃন্দা কারাত।
ত্রিপুরার শান্তির পরিবেশ নষ্ট করতে ডাবল ইঞ্জিন সরকার কাজ করেছে। ডাবল ইঞ্জিনের অর্থ হলো ডাবল ইঞ্জিনের শোষন, ডাবল লুট, ডাবল ইঞ্জিনের হামলা। তাই সারা রাজ্যে একটাই আওয়াজ হচ্ছে আগামী ১৬ ফেব্রুয়ারি ভোট দিয়ে ত্রিপুরা থেকে বিজেপিকে সরিয়ে দেওয়ার। তাই রাজ্যের গণতান্ত্রিক দলগুলি একসাথে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে নেমেছে। এবং নিজেদের বিভাজন দূরে সরিয়ে বিজেপিকে ত্রিপুরা থেকে পরাস্ত করা হবে বলে জানান বিন্দা কারাত। আরো বলেন, বিজেপিকে পরাস্ত করা নিজেদের স্বার্থের জন্য নয়। দেশের গনতন্ত্র এবং সংবিধান রক্ষা করার জন্য বিজেপিকে পরাস্ত করতে সংকল্পবদ্ধ হয়েছে গণতান্ত্রিক দলগুলি। তাই আসন্ন নির্বাচন গোটা দেশে সংবিধান ও গণতন্ত্রের রক্ষার দিশা বলে অভিমত ব্যক্ত করুন বিন্দা কারাত। রাজ্যের মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। মিস কলের মাধ্যমে মিলছে না চাকরি।
তিনি আরো বলেন, রেগা ২০০ দিনের কাজ দেওয়ার কথা বললেও ৪০ দিনের বেশি কাজ দেয়নি। এবং যে ৪০ দিন কাজ দিচ্ছে তারও মজুরি দিচ্ছে না। ত্রিপুরায় সপ্তম বেতন কমিশন দেওয়ার কথা বলেছিল বিজেপি। কিন্তু দেখা গেছে সরকারে এসে তারা পাঁচ বছরে ১১ হাজার কর্মচারীকে চাকরি থেকে ছাটাই করে দিয়েছে। এদিন বৃন্দা কারাত বামফ্রন্টের ২৩ -এর প্রতিশ্রুত গুলি আলোচনা করে বলেন, সরকারি প্রতিষ্ঠিত হয়ে ১০,৩২৩ চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের চাকরিতে পুনর্বহাল করা হবে। যাদের সামাজিক ভাতা তালিকা থেকে নাম কেটে দেওয়া হয়েছে তাদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করা হবে। এর পাশাপাশি প্রতিশ্রুতিতে রয়েছে নতুন পেনশন স্কিম প্রত্যাহার করে পুরনো পেনশন স্কিম নিয়ে আসা হবে। এর পাশাপাশি রেগা শ্রমিকদের জন্য ২০০ দিনের কাজের গ্যারান্টি দেওয়া হয়েছে। আর এই প্রতিশ্রুতি গুলি পালন করতে গেলে সবার আগে দরকার সকল নিজের ভোট যাতে নিজে দিতে যায়। পাশাপাশি তিনি এই দিন নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন ড্রামাবাজি চলবে না। প্রত্যেক নাগরিক যাতে ভোটকেন্দ্রে গিয়ে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তার জন্য দায়িত্ব নিতে হবে। বৃন্দা কারাত আরো বলেন, ভোট দিতে যেতে কেউ যদি হুমকি দেয় তাহলে সাথে সাথে নেতৃত্বদের বলবেন। তারপর ব্যবস্থা নেওয়া হবে। আয়োজিত সভায় এদিন এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস, মনোনীত প্রার্থী সহ অন্যান্যরা।