Saturday, July 27, 2024
বাড়িরাজ্যত্রিপুরায় বুলেট স্পীডে উন্নয়ন ঘটাবে : যোগী

ত্রিপুরায় বুলেট স্পীডে উন্নয়ন ঘটাবে : যোগী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ফেব্রুয়ারি : বুধবার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোকুল নগর হাই স্কুল মাঠে আসন্ন বিধানসভার বিজেপি প্রার্থী সুধাংশু দাসের নির্বাচনী প্রচারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বক্তব্য রেখে বলেন, দেশের মধ্যে ত্রিপুরা শ্রেষ্ঠ রাজ্য হয়ে উঠছে। হাইওয়ে, ইন্টারনেট, রেলওয়ে এবং এয়ার ওয়ে এগুলির মাধ্যমে ত্রিপুরা গোটা দেশের মধ্যে এগিয়ে রয়েছে।

 এম বি বি আন্তর্জাতিক বিমানবন্দর উত্তর-পূর্বাঞ্চলের গর্বের বিষয় হয়ে উঠেছে। এছাড়াও তিনি বললেন গত পাঁচ বছরে গোটা রাজ্যে যে উন্নয়নের জন্য রাজ্য সরকার কাজ করেছে, এর নিরিখে রাজ্যের মানুষ বিজেপিকে ভোট দেবে বলে আশা ব্যক্ত করে আদিত্যনাথ। এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আরও বলেন, দেশের সরকার মানুষের কল্যানে কাজ করে চলেছে। ত্রিপুরায় বিজেপির শাসন রয়েছে বলেই ডবল ইঞ্জিনের সুফল ত্রিপুরার মানুষের ঘরে পৌছে যাচ্ছে বলে দাবী করেন তিনি। অভিযোগ করে বলেন, ত্রিপুরায় কংগ্রেস এবং টানা বাম শাসনে উন্নয়ন থেকে বঞ্চিত ছিলো ত্রিপুরা। আগামী ৫ বছর বিজেপি রাজ্যের বুলেট স্পীডে উন্নয়ন ঘটাবে। তাই বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান তিনি। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফটিকরায়ের বিজেপি প্রার্থী সুধাংশু দাস,দলের ঊনকোটি জেলা সভাপতি পবিত্র দেবনাথ, মণ্ডল সভাপতি নিলকান্ত সিনহা সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য