Thursday, January 23, 2025
বাড়িরাজ্যপোস্টাল ব্যালটের ভোট পর্ব সরজমিনে পরিদর্শন করতে গেলেন রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য...

পোস্টাল ব্যালটের ভোট পর্ব সরজমিনে পরিদর্শন করতে গেলেন রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ফেব্রুয়ারি : ২০২৩ বিধানসভা নির্বাচনে কাজের সঙ্গে যুক্ত ভোট কর্মী, আরক্ষা কর্মী ও টি এস আর জওয়ান সহ গাড়ি চালকদের এবং জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার পর্যন্ত ফোন টুয়েলভ এ আবেদন করেছে ৪০ হাজার। পাঁচ দিনব্যাপী চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া। সদর মহকুমার অন্তর্গত ৮ টি বিধানসভা কেন্দ্রের জন্য রাজধানীর শিশু বিহার স্কুলে ১৩ টি কক্ষ পোস্টাল ব্যালটের জন্য ব্যবহার করা হচ্ছে। প্রথম দিনে বড় মাত্রায় ভোট গ্রহণ করবি ও আরক্ষা কর্মীরা পোস্টাল ব্যালট এর মাধ্যমে ভোট দেওয়ার জন্য আসেন। রাজ্যের ২৩ টি স্থানে একই রকম ভাবে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে।

ভোট গ্রহণের সঙ্গে যুক্ত সমস্ত কর্মীরা যাতে সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখনো যে সমস্ত কর্মীরা ফরম টুয়েলভ ফিলাপ করে জমা দেয়নি তারা অবিলম্বে ফরম ফিলাপ করে জমা দেওয়ার জন্য আহ্বান জানান মুখ্য নির্বাচনী আধিকারিক। কোন কর্মচারী যাতে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুবিধা থেকে বঞ্চিত না থাকে তার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১২ ই ফেব্রুয়ারি বিকেল চারটের মধ্যে কোন কর্মচারী আবেদন করলে ভোট দান করতে পারবে বলে জানান তিনি। ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে ভোট দান পর্বের মূল কাজ। প্রথম দিন হওয়ায় ব্যালট এক্সচেঞ্জ করতে কিছুটা সময় লেগেছে। তাই ভোট গ্রহণ পর্ব কিছুটা ধীর গতিতে চলছে। তবে যারা এদিন ভোট দান করতে এসেছেন তাদের প্রত্যেকের ভোট গ্রহন করা হবে। তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও আলোর ব্যবস্থা করা হয়েছে বলে জানান মুখ্য নির্বাচনী আধিকারিক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য